দেশ বিভাগে ফিরে যান

১০ বছর পরে ইপিএফের মাসিক বেতনের ঊর্ধ্বসীমা কি বাড়াচ্ছে কেন্দ্র?

জুলাই 8, 2024 | < 1 min read

১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা পর্যন্ত করা হতে পারে কর্মী পিএফের (ইপিএফ) মাস বেতনের ঊর্ধ্বসীমা। শ্রম মন্ত্রক সূত্রে জানা গেছে, এই নিয়ে দফায় দফায় শীর্ষ স্তরের বৈঠক হয়েছে। তবে সরকারিভাবে এখনও কোনও ঘোষণা হয়নি। এই মুহূর্তে দেশে কর্মী পিএফের গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে সাত কোটি। এখন মাস বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হলে আরও অন্তত কয়েক কোটি নতুন গ্রাহক এই সামাজিক সুরক্ষা পরিষেবার আওতায় চলে আসবেন।

সেই সংখ্যাটা কত হতে পারে, সেই হিসেবই চলছে শ্রম মন্ত্রকের অন্দরে।এখনও পর্যন্ত মোট ন’দফায় কর্মী পিএফের সর্বোচ্চ মাস বেতনের ঊর্ধ্বসীমা পরিবর্তন করা হয়েছে। ২০১৪ সালে হয়েছিল শেষবার।চলতি মাসেই ২০২৪-২৫ আর্থিক বছরের পূর্ণাঙ্গ সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শ্রমমন্ত্রকের শীর্ষ সূত্রে ইঙ্গিত মিলেছে, এবারের বাজেটেই এ সংক্রান্ত ঘোষণা করতে পারেন তিনি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই বিজেপির ভরাডুবি
FacebookWhatsAppEmailShare
মোদি-শাহের রাজ্যে গণধর্ষণের শিকার কিশোরী,কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ
FacebookWhatsAppEmailShare
টি-২০ বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান দ্বৈরথ
FacebookWhatsAppEmailShare