কলকাতা বিভাগে ফিরে যান

ভারতের শহরগুলির মধ্যে খরচের ভিত্তিতে কলকাতা সবচেয়ে কম

জুলাই 6, 2024 | < 1 min read

মার্কিন সংস্থা এইচ আর কনসালটেন্সি মার্সার একটি সমীক্ষা করেছেন। জীবনধারণের খরচের উপর ভিত্তি করে বিশ্বের ২২৬টি দামি মহানগরের তালিকা তৈরি করেছে তারা। আর সেই লিস্টে ভারতের শহরগুলির মধ্যে সবচেয়ে নীচে নাম কলকাতার।

অর্থাৎ দেশের মধ্যে সবচেয়ে সস্তার শহর এই কল্লোলিনী তিলোত্তমা। সবচেয়ে ব্যয়বহুল নগরী মুম্বই। গত বছরের তুলনায় ১১ পয়েন্ট বেশি পেয়ে ১৩৬ নম্বরে উঠে এসেছে মুম্বই। আর কলকাতা ৪ পয়েন্ট বেশি পেয়ে রয়েছে ২০৭ নম্বরে। কলকাতার একটু উপরে ২০৫ এ রয়েছে পুনে।

২০২-এ হায়দরাবাদ, ১৯৫-এ বেঙ্গালুরু, ১৮৯-এ চেন্নাই, ১৬৫-তে নয়াদিল্লি। এই সমীক্ষার জন্য ২০০টি বিষয়কে ধরা হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হল, বাড়ি, পরিবহণ বা গাড়ি ভাড়া, খাবারের খরচ, পোশাকের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ও বিনোদনের খরচ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কলকাতায় এই দশ পুজো না দেখলেই নয়
FacebookWhatsAppEmailShare
আগামী বছর কলকাতা বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে করা মামলার দ্রুত শুনানি নয়, অবকাশকালীন বেঞ্চে যেতে বলল কোর্ট
FacebookWhatsAppEmailShare