বাংলা বিভাগে ফিরে যান

পর্যটকদের জন্য নতুন ঠিকানা অপরূপ পাশাবং

জুলাই 5, 2024 | < 1 min read

নদীর কলতান, মেঘ-কুয়াশার লুকোচুরি উপভোগ করতে চান? তাহলে এবার পুজোয় আপনার গন্তব্য হতেই পারে কালিম্পংয়ের প্রত্যন্ত গ্রাম পাশাবং। কালিম্পং জেলার শ্যামাবিয়ং চা বাগান থেকে পাহাড়ি ঝিল নোকদাঁড়া যাওয়ার পথেই রয়েছে পাশাবং। এছাড়া মালবাজার থেকে গরুবাথান-ঝান্ডি হয়ে শ্যামাবিয়ং চা বাগান দিয়ে চলে যাওয়া যায় পাশাবংয়ে। আবার লাভা থেকেও শেরপাগাঁও হয়ে চলে আসা যায় পাশাবংয়ে।

কালিম্পং থেকে এই এলাকার দূরত্ব ৪০ কিলোমিটার।এখানে থেকে রক ক্লাইম্বিংয়ের মজা নিতে পারবেন পর্যটকরা। পাহাড়ের দেড় হাজার ফিট উঁচুতে গীতখোলা নদী অবস্থিত । পাহাড়ি ঝরণায় স্নান করার মজাও নিতে পারবেন পর্যটকরা। এখানে প্রচুর পাখি রয়েছে । শুধু তাই নয়, বিরল প্রজাতি 22-24 জোড়া রুফোর্স নেকড হর্নবিল রয়েছে।বার্ডওয়াচারদের জন্য এটি খুবই ভালো জায়গা। সপ্তাহান্তে এরকম মনমুগ্ধ করা পরিবেশ গন্তব্য হতেই পারে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

প্রায় ৪২ হাজার পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare