বাংলা বিভাগে ফিরে যান

সৃজিতের ‘পদাতিক’ মুক্তি পাচ্ছে স্বাধীনতা দিবসে

জুলাই 5, 2024 | < 1 min read

পরিচালক মৃণাল সেন-এর জীবনী বড়পর্দায় ‘পদাতিক’-এর মাধ্যমে ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। মৃণাল সেন-এর ভূমিকায় এই ছবির প্রথম ঝলকেই দর্শকের নজর করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁর বিপরীতে গীতা সেন-এর ভূমিকায় দেখা যাবে মনামি ঘোষকে। আর সত্যজিৎ রায়ের ভূমিকায় জিতু কমল। স্বাধীনতা দিবসে অর্থাৎ ১৫ অগাস্ট মুক্তি পেতে চলেছে ‘পদাতিক’।

এই দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছেই আবেগের এবং গর্বের দিন । তাই মৃণাল সেনের মতো বরেণ্য ব্যক্তির বায়োপিক মুক্তির জন্য এই দিনটি বেছে নেওয়া হয়েছে বলে জানালেন স্বয়ং পরিচালক।প্রসঙ্গত, ‘পদাতিক’ ‘দ্য নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা চিত্রনাট্যের পুরস্কারে সম্মানিত হয়েছে । লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও ছবিটি দেখানো হয়েছে ৷

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare