বাংলা বিভাগে ফিরে যান

কেন্দ্রীয় পোর্টালে বিপুল সংখ্যক আবেদন, উচ্চ শিক্ষার জন্য বাংলাকে বেছে নিচ্ছে পড়ুয়ারা

জুলাই 4, 2024 | < 1 min read

১৯ জুন পোর্টালটি উদ্বোধন করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২৪ জুন থেকে ওই পোর্টালের মাধ্যমে রাজ্য সরকারি এবং রাজ্য সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় স্নাতকস্তরে ভর্তির আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। সেই পোর্টালে এবার ভিন রাজ্যের প্রায় ৯০ হাজার পড়ুয়া ভর্তির জন্য আবেদন করেছেন বলে জানালেন শিক্ষামন্ত্রী। এই বিষয়ে নিজের এক্স হ্য়ান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন, “স্নাতক স্তরে পড়ার জন্য আমাদের কেন্দ্রীয় অনলাইন পোর্টাল সারাদেশ থেকে পড়ুয়ারা আবেদন করেছেন।

গুজরাত, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অসম, বিহার, মহারাষ্ট্র থেকে ৮৭ হাজার ১০ জন পড়ুয়া আবেদন করেছে। উপরে জম্মু কাশ্মীর থেকে নিচে কেরল পর্যন্ত সব রাজ্যের পড়ুয়ারা উচ্চ শিক্ষার জন্য এরাজ্যকেও বেছে নিচ্ছে। তাঁদের দুহাত খুলে স্বাগত জানাচ্ছি।” প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্য়ালয় বাদে রাজ্যের ১৬টি বিশ্ববিদ্য়ালয়, ৬৬১টি কলেজে, ৭ হাজার ২১৭টি কোর্সে ভর্তি হবে এই পোর্টালের আওতায়। একজন পড়ুয়া সর্বাধিক ২৫টি কোর্সে আবেদন করতে পারবেন। প্রথম দফার শেষে শূন্য আসন থাকলে, দ্বিতীয় দফায় ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare