বাংলা বিভাগে ফিরে যান

নরেন্দ্র মোদির বাংলা সম্পর্কে বক্তব্য মুছে দেওয়ার দাবিতে রাজ্যসভার চেয়ারম্যান এবং মহাসচিবকে চিঠি দিল তৃণমূল

জুলাই 4, 2024 | < 1 min read

নরেন্দ্র মোদির বাংলা সম্পর্কে বক্তব্য মুছে দেওয়ার দাবিতে রাজ্যসভার চেয়ারম্যান এবং মহাসচিবকে চিঠি দিল তৃণমূল। রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে ধন্যবাদ জ্ঞাপনে আজ জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বক্তব্যে চোপড়া ও সন্দেশখালির ঘটনার নিন্দা করেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে চিঠি দেন সাগরিকা ঘোষ। সাগরিকা ঘোষের বক্তব্য, চোপড়ার ঘটনা নিয়ে কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার এবং তৃণমূল। চোপড়া নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রেকর্ড থেকে মুছে দেওয়ার দাবি করেছেন তিনি।

সন্দেশখালি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে চিঠিতে সাগরিকা ঘোষ উল্লেখ করেছেন, “এই ঘটনা বাংলার মানুষকে অসম্মান করতে বিজেপির তৈরি একটি ঘৃণ্য চক্রান্ত ছাড়া কিছুই নয়। অসহায় মহিলাদের টাকার বিনিময়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল এবং মিথ্যা রটনা, ভিডিও প্রকাশ করা হয়েছে। সংবাদমাধ্যমের একাংশ সেই চক্রান্তে যুক্ত হয়েছিল। যদিও ডিজিটাল মাধ্যম আসল সত্য প্রকাশ করে দিয়েছে এবং সন্দেশখালির ঘটনা বিজেপিই ধাক্কা খেয়েছে। সন্দেশখালি এবং বাংলার মানুষ বিজেপিকে যোগ্য জবাব দিয়েছেন এবং বিজেপি নির্বাচনে পরাজিত হয়েছে।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare