দেশ বিভাগে ফিরে যান

জিকা ভাইরাস নিয়ে সতর্কতা জারি করল কেন্দ্র

জুলাই 4, 2024 | < 1 min read

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জিকা ভাইরাস থেকে সতর্ক থাকার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। জিকা একটি মশাবাহিত রোগের ভাইরাস। এই ভাইরাস সাধারণত এডিস মশা থেকে ছড়ায়। আর এই সময়টা যেহেতু বর্ষার তাই মশার বাড়বাড়ন্তে জিকার প্রকোপ যে বাড়তে পারে সেই আশঙ্কা রয়েছে।

এই রোগে গর্ভবতী মহিলাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিছু বেশি। তাই তাঁদের ওপর বিশেষ নজরদারি করার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।সম্প্রতি মহারাষ্ট্রে আটজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পুণে থেকে ছয়জন ও অন্য জেলা থেকে ২ জন আক্রান্তদের তালিকায়।

কেন্দ্রের তরফে স্পষ্ট বলা হয়েছে, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অবশ্যই মশারি রাখতে হবে এবং প্রয়োজন মতো তা ব্যবহার করতে হবে। কোনও জায়গাতেই যাতে মশার বাড়বাড়ন্ত না হয় সেটা খেয়াল করতে হবে।প্রসঙ্গত, ১৯৪৭ সালে উগান্ডায় প্রথম জিকা ভাইরাস দেখা গিয়েছিল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিজেপি শাসিত ত্রিপুরায় বন্ধ ঐতিহ্যশালী দুর্গাপুজো, উৎসবে ফিরতে নারাজ উদ্যোক্তারা
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare