খবর বিভাগে ফিরে যান

নমামি গঙ্গের বহু প্রকল্প বাস্তবায়িত হয়নি

জুলাই 3, 2024 | < 1 min read

ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের অধীনে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্রকল্পটি চালু হয়েছে।

নদীর অববাহিকায় জলজ জীববৈচিত্র্যের ও নদী তীরের জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। জলশক্তি মন্ত্রক নমামি গঙ্গে নিয়ে যা রিপোর্ট দিয়েছে তা একেবারেই সন্তোষজনক নয়। নমামি গঙ্গে প্রকল্পের আওতায় সারা দেশে অসংখ্য কাজ এখনও বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।

জলশক্তি মন্ত্রকের রিপোর্ট অনুসারে, সবমিলিয়ে মোট প্রকল্পের সংখ্যা ৪৬৫টি। কিন্তু কাজ শেষ হয়েছে ২৮৮টি ক্ষেত্রে। অর্থাৎ, ১৭৭টি ক্ষেত্রে এখনও কাজ বাকি রয়েছে। রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, এই ৪৬৫টি প্রকল্পের মোট অনুমোদিত বরাদ্দের পরিমাণ ৩৮ হাজার ৬৯৮ কোটি ২৯ লক্ষ টাকা। ৩১ মে, ২০২৪ পর্যন্ত খরচের পরিমাণ ১৮ হাজার ৭৪২ কোটি ৭৫ লক্ষ টাকা।

গত দশ বছরে মোদীর ‘নমামি গঙ্গে’ নিয়ে প্রচার হলেও সেই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ তুলছে বিরোধীরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare
জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের আগে অসন্তোষ বিজেপি শিবিরে? প্রার্থীতালিকা প্রত্যাহার
FacebookWhatsAppEmailShare