দেশ বিভাগে ফিরে যান

স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা

জুন 26, 2024 | < 1 min read

দ্বিতীয়বার লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা।আজ (বুধবার) ছিল সেই স্পিকার নির্বাচনের ভোটাভুটি। সকাল ১১টা নাগাদ সংসদের অধিবেশন শুরুর পরই হয় সেই ভোটাভুটি। ধ্বনিভোটে সংখ্যাগরিষ্ঠতায় জিতে যান গুজরাতের সাংসদ ওম বিড়লা।

স্পিকার পদে নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। তাদের প্রার্থী ছিলেন কে সুরেশ। উল্লেখ্য, মঙ্গলবার লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি তৃণমূল। বুধবার সকালে লোকসভা চত্বরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, ”গতকাল বৈঠক হয়েছিল ইন্ডিয়া জোটের। সেখানে যা আলোচনা হয়েছিল, সেই আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিই ইন্ডিয়া জোটের স্পিকার পদপ্রার্থী কে সুরেশকে তৃণমূল কংগ্রেস সমর্থন জানাবে।”

স্বাধীন ভারতের ইতিহাসে মাত্র ৩ বার স্পিকার পদে ভোটাভুটি হয়েছে। ১ম বার ১৯৫২ সালে, ২য় বার ১৯৬৭ সালে আর ৩য় বার জরুরি অবস্থা জারি হওয়ার পরে ১৯৭৬ সালে। ফলে প্রায় ৪৮ বছর বাদে লোকসভার স্পিকার নির্বাচনেও ভোটাভুটির পুনরাবৃত্তি হল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আবার শিরোনামে হাথরাস: পদপিষ্ট হয়ে মৃত শতাধিক
FacebookWhatsAppEmailShare
আদানি রিপোর্ট নিয়ে হিন্ডেনবার্গকে শোকজ করলো সেবি,’অর্থহীন’ বলে উল্লেখ করলো হিন্ডেনবার্গ
FacebookWhatsAppEmailShare
আমাকে চুপ করাতে গিয়ে বিজেপির ৬৩ জনের মুখ বন্ধ হয়ে গেল, সংসদে ফিরেই ঝাঁজালো আক্রমন মহুয়ার
FacebookWhatsAppEmailShare