বর্ষার আগে সবজির সেঞ্চুরি
জুন 24, 2024 < 1 min read
বঙ্গে এখনও বর্ষার প্রভাব তেমন নেই। বৃষ্টি না-হওয়ায় সবজি নষ্টও হয়েছে প্রচুর ৷ জোগান নেই, এদিকে চাহিদা যেমনকার তেমনই আছে ৷ তাই বাজারে অধিকাংশ সবজির দাম আকাশছোঁয়া ৷ বাজারে এখন ১২০ টাকা কিলো দরে বিকোচ্ছে লঙ্কা, টম্যাটো। শশা, উচ্ছের দাম পৌঁছেছে ১০০ টাকায়।
কিলো প্রতি বেগুনের দাম দেড়শো টাকা। সজনে ডাঁটার দাম তিনশো টাকা। শুধু সবজি নয় মাছের দামের অবস্থাও একইরকম। কিন্তু হঠাৎ করে কেন দাম বাড়তে শুরু করেছে সবজির? শাক সবজির এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পিছনে আবহাওয়ার খামখেয়ালীপনা, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়াকেই অনেকে দায়ি করছেন।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...