দেশ বিভাগে ফিরে যান

১০ বছর জেল-১ কোটি জরিমানা, পরীক্ষায় জালিয়াতি রোখার নয়া আইন

জুন 22, 2024 | < 1 min read

নিট, ইউজিসি–নেট পরীক্ষা নিয়ে উঠেছে দুর্নীতি, জালিয়াতির অভিযোগ। নেট বাতিল হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে সিএসআইআর–ইউজিসি–নেট পরীক্ষাও। এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় নকল করা রুখতে আনা হল কঠোর আইন। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে এই আইন পাশ হলেও, শুক্রবার নিট–নেট বিতর্কের মাঝে কেন্দ্রের তরফে এই আইনের নির্দেশিকা জারি করা হয়। পাবলিক এগজামিনেশন অ্যাক্ট, ২০২৪ কার্যকর করা হয়েছে। এই নয়া আইন অনুযায়ী, কোনও ব্যক্তি যদি প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তাহলে দোষীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হবে। এরপর আদালতে ধৃতের বিরুদ্ধে দোষ প্রমাণ হয়ে গেলে ন্যূনতম তিন বছরের কারাদণ্ডের প্রস্তাব করা হয়েছে। এই কারাদণ্ডের সাজা অবশ্য ১০ বছর পর্যন্ত হতে পারে।পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকা সংস্থার কোনও ব্যক্তি যদি প্রশ্নফাঁসের ঘটনায় যুক্ত থাকে, তাহলে তাকে ৫ থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে। এদিকে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে দোষীকে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিজেপি শাসিত ত্রিপুরায় বন্ধ ঐতিহ্যশালী দুর্গাপুজো, উৎসবে ফিরতে নারাজ উদ্যোক্তারা
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare