দেশ বিভাগে ফিরে যান

আপাতত জেল থেকে মুক্তি মিলছে না কেজরিওয়ালের

জুন 21, 2024 | < 1 min read

জেল থেকে মুক্তি মিলছে না কেজরিওয়ালের

ইডির আবেদনে সাড়া দিয়ে অরবিন্দ কেজরিওয়ালের জামিনে মুক্তি স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট। আজ জরুরি ভিত্তিতে শুনানির পর বিচারপতি সুধীরকুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার বেঞ্চ জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে এ সংক্রান্ত পরবর্তী নির্দেশ ঘোষণা করা হবে। ততদিন পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে অরবিন্দকে।

গতকাল সন্ধ্যেবেলা (২০ জুন, ২০২৪) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ১ লক্ষ্য টাকা বন্ডে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক ন্যায় বিন্দু।

শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আদালত জানিয়েছে, হাইকোর্টে এই মামলার শুনানি না হলে নিম্ন আদালতের নির্দেশ কার্যকর করা যাবে না।

উল্লেখ্য, ইডি কেজরীর জামিন ৪৮ ঘণ্টা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল। যা গ্রাহ্য হয়নি। আজ সকালে তিহাড় জেলে আদালতের নির্দেশ পৌঁছনোর পর জামিনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, আপাতত তা হচ্ছে না। দিল্লির উচ্চ আদালত ইডির বক্তব্য শোনার পরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিজেপি শাসিত ত্রিপুরায় বন্ধ ঐতিহ্যশালী দুর্গাপুজো, উৎসবে ফিরতে নারাজ উদ্যোক্তারা
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare