দেশ বিভাগে ফিরে যান

শিক্ষামন্ত্রী নিট ও নেটের প্রশ্নে দুর্নীতির দায় স্বীকার করে নিলেন

জুন 21, 2024 | < 1 min read

২০২৪ সালের নিট পরীক্ষায় অসঙ্গতি এবং ইউজিসি-নেট পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ”আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে সরকার পড়ুয়াদের স্বার্থরক্ষায় দায়বদ্ধ। এবিষয়ে কোনও রকম আপস করা হবে না। নিট পরীক্ষার ক্ষেত্রে বলতে পারি, বিহার সরকারের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছি আমরা। আমাদের বিস্তারিত রিপোর্ট পাঠাবে পাটনা পুলিশ। প্রাথমিক তথ্য অনুযায়ী অসঙ্গতি নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ। একথা বলতে পারি, জোরালো প্রমাণ পেলে কোনও অপরাধীই নিষ্কৃতি পাবে না। পড়ুয়াদেরই ভবিষ্য়ৎই আমাদের অগ্রাধিকার।ছাত্রছাত্রীদের বলব, আস্থা রাখতে। যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। ঘটনার দায় স্বীকার করে নিয়ে আমি কথা দিচ্ছি, নিট ও ইউজিসি নেটে দুর্নীতি প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। কাউকে রেয়াত করা হবে না।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিজেপি শাসিত ত্রিপুরায় বন্ধ ঐতিহ্যশালী দুর্গাপুজো, উৎসবে ফিরতে নারাজ উদ্যোক্তারা
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare