দেশ বিভাগে ফিরে যান

পরীক্ষায় বেনিয়ম, বাতিল ইউজিসি-নেট, তদন্ত করবে সিবিআই

জুন 20, 2024 | < 1 min read

বাতিল ইউজিসি নেট পরীক্ষা। পরীক্ষা হওয়ার একদিনের মধ্যেই বাতিল হয়ে গেল নেট পরীক্ষা। এনটিএ-র তরফে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ক্রাইম শাখায় আসা একাধিক কারচুপির অভিযোগের ভিত্তিতেই নেট পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। এদিকে, নেট পরীক্ষা বাতিল হতেই ফের একবার উঠল ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা, নিট-ইউজি বাতিলের দাবি।

বিরোধীদের দাবি, বেনিয়মের আশঙ্কায় যদি ইউজিসি নেট পরীক্ষা বাতিল করা হয়, তবে নিট পরীক্ষা কেন নয়? এই পরীক্ষায় তো আরও বেশি বেনিয়মের অভিযোগ। এনটিএয়ের তরফে বলা হয়েছে, ‘যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে প্রাথমিকভাবে ইঙ্গিত মিলেছে যে ওই পরীক্ষার স্বচ্ছতার সঙ্গে আপস করা হয়েছে। পরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে ২০২৪ সালের জুন সেশনের ইউজিসি-নেট পরীক্ষা বাতিল করে দেওয়া হচ্ছে।

নতুন করে ফের পরীক্ষা নেওয়া হবে। সেই সংক্রান্ত তথ্য আলাদাভাবে জানানো হবে।’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিজেপি শাসিত ত্রিপুরায় বন্ধ ঐতিহ্যশালী দুর্গাপুজো, উৎসবে ফিরতে নারাজ উদ্যোক্তারা
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare