কবে হবে বৃষ্টি জানাল আলিপুর আবহাওয়া দফতর
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে শীঘ্রই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে ৷ আগামী দুই তিন দিনে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।
এই বৃষ্টি পুরোটাই প্রাক বর্ষার বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বার্ণপুর এবং আসানসোলে ভারী বৃষ্টি হয়েছে । ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার মত পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টি হয়েছে । কলকাতায় বুধবার ছিল মেঘলা আকাশ । আজও সেই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস মিলেছে । বুধবার বিকেলের দিকে দমকা ঝোড়ো হাওয়ায় বৃষ্টি পরিস্থিতি তৈরি হলেও তা হয়নি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়। সেই তালিকায় কলকাতাও বাদ পড়বে না । বজ্রবিদ্যুৎ বৃষ্টির সঙ্গে হালকা দমকা বাতাস বইতে পারে।