বাংলা বিভাগে ফিরে যান

বাংলায় প্রার্থী ঘোষণা হতেই বিদ্রোহ বিজেপিতে

জুন 18, 2024 | < 1 min read

বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেই বিদ্রোহের মুখে বঙ্গ বিজেপি। শুরুতেই অভ্যন্তরীণ কোন্দল যে জায়গায় গিয়ে পৌঁছেছে, তাতে চার কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপি আদৌ জিততে পারবে কি না তাই নিয়ে তৈরি হয়েছে সংশয়। প্রার্থী ঘোষণা হতেই বাগদার বিজেপি কর্মীরা প্রকাশ্যেই বিক্ষোভ শুরু করেন।

এমনকী শোনা যাচ্ছে বাগদায় গোঁজ প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির বাগদা-২ মণ্ডলের সভাপতি সমীরকুমার বিশ্বাস ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। প্রার্থীর নাম প্রকাশ হতেই প্রার্থী নিয়ে বিদ্রোহ শুরু রায়গঞ্জেও। বিজেপির অন্দরেই প্রশ্ন, দলবদলুকে কেন প্রার্থী করা হল?

রায়গঞ্জ উপ নির্বাচনে বিজেপি প্রার্থী করেছে মানসকুমার ঘোষকে। বিজেপির নেতা কর্মীদের বক্তব্য আদি বিজেপির কাউকে উপ নির্বাচনে প্রার্থী না করে গত বছর পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল থেকে আসা এক দলবদলুকে কোন যুক্তিতে উপ নির্বাচনের প্রার্থী করা হল?

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare