শিক্ষা বিভাগে ফিরে যান

যোগ্যশ্রী প্রকল্প নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

জুন 12, 2024 | < 1 min read

তফসিলি জাতি ও উপজাতি শ্রেণির ছাত্রছাত্রীদের বিনামূল্য জয়েন্ট এন্ট্রান্স, নিটের মতো পরীক্ষার প্রশিক্ষণ দেওয়ার জন্য রাজ্য সরকার চালু করেছে ‘যোগ্যশ্রী’ প্রকল্প।এতদিন এই প্রকল্পে রাজ্যের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ পেতেন। প্রকল্পের বিপুল সাফল্যের পর, বাকি ছাত্রছাত্রীদেরও যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “যোগ্যশ্রীর এই বিপুল সাফল্যে উৎসাহিত হয়ে এই প্রকল্পকে আমরা আরও বড় আকারে নিয়ে আসছি। রাজ্যজুড়ে মোট ৫০টি সেন্টার খোলা হয়েছে। যেখানে আমার দুহাজার এস, এসটি ছেলেমেয়ে ট্রেনিং পাবে। এখন ক্লাস ১১ থেকেই প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। এতে ছেলেমেয়েরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। আমাদের পিছিয়ে পড়া শ্রেণীর ছেলে-মেয়েরা আরও অনেক বেশি সংখ্যায় ইঞ্জিনিয়ার-ডাক্তার হবে এটাই আমি চাই। এবার যুক্ত হবে সংখ্যালঘু, ওবিসি এবং জেনারেল ক্যাটেগরির ছেলেমেয়েরাও। সবার জন্য আমার অভিনন্দন রইল।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare
উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করল এসএসসি
FacebookWhatsAppEmailShare
উচ্চ প্রাথমিকে হবে ১৪ হাজার নিয়োগ, জট কাটলো আদালতের নির্দেশের
FacebookWhatsAppEmailShare