দেশ বিভাগে ফিরে যান

মোদীর সমালোচনায় আরএসএস প্রধান মোহন ভাগবত

জুন 11, 2024 | < 1 min read

নরেন্দ্র মোদীর তৃতীয় বারের শপথের পরের দিনই নতুন সরকারের উদ্দেশে আরএসএস প্রধান মোহন ভাগবতের বার্তা, বিরোধীদের গুরুত্ব দিতে হবে। প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে হবে তাঁদের। ভোটের সময় ‘মর্যাদা পালন করা হয়নি’ বলেও ক্ষোভ জানিয়েছেন ভাগবত।

নাগপুরে সঙ্ঘের সদর দফতরে মোহন ভাগবত বলেন, “যেভাবে প্রচারের পরস্পরের সমালোচনা করা হয়েছে, তাতে সমাজে সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। তার কোনও খেয়াল রাখা হয়নি। বিনা কারণে আরএসএসের সংগঠনের কথাও টেনে আনা হয়েছে। প্রযুক্তি সাহায্য নিয়ে মিথ্যা প্রচার করা হয়েছে।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে শুধু মিথ্যা প্রচারের জন্য।নানা দেশ আমাদের এখন মান্যতা দেয়, তবে তার মানে এটা নয় যে এখন আমরা সব চ্যালেঞ্জ থেকে মুক্ত”। গত দশ বছরে সঙ্ঘ প্রধানের কথায় এত অসন্তোষ দেখা যায়নি। নয়া সরকারকে আরএসএস প্রধানের এই বার্তা নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিজেপি শাসিত ত্রিপুরায় বন্ধ ঐতিহ্যশালী দুর্গাপুজো, উৎসবে ফিরতে নারাজ উদ্যোক্তারা
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare