রাজনীতি বিভাগে ফিরে যান

মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলো তৃণমূল

জুন 9, 2024 | < 1 min read

রাজনৈতিক সৌজন্য দেখিয়ে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ওই শপথ অনুষ্ঠানে থাকছে না। লোকসভায় তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে গতকাল শনিবার বৈঠক করেন দলটির নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের পর মমতা বলেন, ৯ জুন মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর দল তৃণমূল কংগ্রেস যোগ দেবে না। গতকাল মমতা বলেন, ‘আমরা এখনো আমন্ত্রণ পাইনি। আমন্ত্রণ পেলেও আমরা এই অনুষ্ঠানে যোগ দেব না।’শনিবার রাতের দিকে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন বিদায়ী মন্ত্রিসভার এক মন্ত্রী। সুদীপ বন্দ্যোপাধ্যায়জানিয়েছেন, “রাতে আমাকে ফোন করা হয়েছিল। কিন্তু আমার দলের তরফে ওই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সংসদের স্থায়ী কমিটিতে অভিষেক
FacebookWhatsAppEmailShare
প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিল বিরোধীরা? মুখ খুললেন গড়করি
FacebookWhatsAppEmailShare
বিপাকে দিলীপ-দিন্দা! কড়া বার্তা বঙ্গ বিজেপির
FacebookWhatsAppEmailShare