বাংলা বিভাগে ফিরে যান

আগস্ট মাস থেকে সম্পত্তি করে ওয়েভার

জুন 8, 2024 | < 1 min read

১ আগস্ট থেকে চালু হবে নয়া ওয়েভার স্কিম। কলকাতা পুরসভায় মেয়র পরিষদের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে।বর্তমান ওয়েভার স্কিমে সুদের উপর ৫০ শতাংশ এবং পেনাল্টি বা জরিমানার উপর ৯৯ শতাংশ ছাড় মেলে। ঠিক হয়েছে, এবার থেকে যাঁর বকেয়া যতদিন পড়ে রয়েছে, তিনি তত কম ছাড় পাবেন।

১ এপ্রিল থেকে নয়া ব্যবস্থা চালু হওয়ার কথা থাকলেও নির্বাচনী আচরণবিধির জেরে তা করা যায়নি। পুর আইন অনুসারে ২০১৮ সাল থেকে এই ছাড় দেওয়া হচ্ছে। নতুন নিয়মে ঠিক হয়েছে, বকেয়া যত দিন পড়ে থাকবে, সুদ এবং জরিমানার উপর তত কম ছাড় মিলবে। ঠিক হয়েছে, দু’বছরের কম বকেয়া আছে, এমন করদাতারা করের টাকা মেটালে জরিমানার উপর ৯৯ শতাংশ ও সুদের ৫০ শতাংশ মকুব করা হবে।

দু’বছর বা তার বেশি কিংবা পাঁচ বছরের কম সময়ের বকেয়া থাকলে জরিমানার উপর ৭৫ শতাংশ ও সুদের উপর ৪৫ শতাংশ ছাড় মিলবে। ৫ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম বকেয়া কর ফেলে রাখলে জরিমানার উপর ৫০ শতাংশ ও সুদের উপর ৪০ শতাংশ ছাড় দেওয়া হবে। ১০ বছর বা তার বেশি সময় ধরে বকেয়া থাকলে জরিমানার উপর ২৫ শতাংশ ও সুদের উপর ৩৫ শতাংশ ছাড় মিলবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মহিষের রক্ত দিয়ে লেখা পুঁথি পাঠ হয় এ বাড়ির পুজোয়
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তারদের অনশনে নেই আর জি করের কেউ
FacebookWhatsAppEmailShare
প্রায় ৪২ হাজার পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare