রাজনীতি বিভাগে ফিরে যান

সঙ্ঘ পরিবার ক্ষুব্ধ বঙ্গ বিজেপির আচরণে

জুন 7, 2024 | < 1 min read

লোকসভার ফল প্রকাশের দু’দিনের মধ্যে বিজেপির অন্দরে লাগাতার ক্ষোভের ইঙ্গিত মিলছে, বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা কড়া শাস্তি পেতে চলেছেন। খোদ সঙ্ঘ পরিবার বেজায় ক্ষুব্ধ বঙ্গ বিজেপির আচরণে। রাজ্য সংগঠন ও পরিষদীয় দলে রদবদল করতে চাইছেন সঙ্ঘের কার্যকর্তারা।

প্রকাশ্যেই দিলীপ ঘোষ স্বীকার করে নিয়েছেন, সংগঠন দুর্বল হয়ে গিয়েছে। বুথে লোক খুঁজতে, এজেন্ট পেতে কালঘাম ছুটেছে। সংগঠনে দুর্বলতা ছিল। সব জায়গায় ভোট কমেছে, হার হয়েছে। সামনেই মেদিনীপুর বিধানসভা আসনে উপ নির্বাচন হবে। সেখানে দিলীপ ঘোষকে প্রার্থী করে ক্ষোভ ধামাচাপা দেওয়ার পরিকল্পনা চলছে।

অনেকেই আবার মনে করছেন, সঙ্ঘ পরিবারের চাপে রাজ্য বিজেপিতে রদবদল করা হবে। মোদির শপথের পরেই দেশজুড়ে সাংগঠনিক রদবদলের পথে হাঁটবে বিজেপি। জানা গিয়েছে, সুকান্ত মজুমদারকে বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

উৎসবে থাকবে না কিন্তু পুজোয় পাড়ায় পাড়ায় বামেদের বুক স্টল
FacebookWhatsAppEmailShare
বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই বিজেপির ভরাডুবি
FacebookWhatsAppEmailShare
হুঁশিয়ারি দিয়ে কাজে ফিরলেন জুনিয়ার ডাক্তাররা, ডেডলাইন পেরোলেই আজ থেকে আমরণ অনশন
FacebookWhatsAppEmailShare