বাংলা বিভাগে ফিরে যান

লোকসভা ভোটের প্রচারে বাংলায় ২৩টি সভা নরেন্দ্র মোদীর, সেগুলির মধ্যে কোথায় জয়, কোথায় পরাজয়?

জুন 6, 2024 | < 1 min read

গত মার্চ মাসে ভোট ঘোষণার পর থেকে গত ৩০ মে পর্যন্ত একাধিক কেন্দ্রের জন্য রাজ্যে মোট ২৩টি নির্বাচনী প্রচার করেছিলেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। সেই হিসাব কষে দেখা যাচ্ছে এর মধ্যে ১২টি কেন্দ্রে হেরেছে বিজেপি। জিতেছে মাত্র সাতটি আসনে।

বাংলার ফলে দেখা গিয়েছে, আরামবাগ, কৃষ্ণনগর, বারাসত, কোচবিহার, বর্ধমান-দুর্গাপুর, বোলপুর, হাওড়া, হুগলি, বারাকপুর, ঝাড়গ্রাম, যাদবপুর এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থীরা। বিজেপি জিতেছে, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ উত্তর, পুরুলিয়া এবং বিষ্ণুপুর আসনে।

রাজনৈতিক মহলের মতে, এর মধ্যে হুগলির আরামবাগ একমাত্র কেন্দ্র, যেখানে খুব ব্যবধানে হেরেছে বিজেপি। এই আরামবাগে একবার নয়, দু বার জনসভা করতে এসেছিলেন মোদী। একবার

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মহিষের রক্ত দিয়ে লেখা পুঁথি পাঠ হয় এ বাড়ির পুজোয়
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তারদের অনশনে নেই আর জি করের কেউ
FacebookWhatsAppEmailShare
প্রায় ৪২ হাজার পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare