বাংলা বিভাগে ফিরে যান

ভোটগণনার শুরু থেকে সবুজ ঝড়, কালীঘাটে বিজয়োৎসবের প্রস্তুতি

জুন 4, 2024 | < 1 min read

এক্সিট পোলে উনিশের তুলনায় তৃণমূল কম আসন পাবে, এমন আভাস ছিল। সেসব অবশ্য নস্যাৎ করে বার বার ঘাসফুল শিবির কর্মীদের চাঙ্গা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বার্তা দিয়েছেন, এক্সিট পোল নিয়ে ভাবার কিছু নেই। গণনাকেন্দ্রের মাটি আঁকড়ে পড়ে থাকতে হবে।বেলা ১টা পর্যন্ত কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলার ৪২টি আসনের মধ্যে ৩১টিতে এগিয়ে তৃণমূল।

১০টিতে বিজেপি। ১টিতে কংগ্রেস।বেলা সাড়ে ১০টার পর থেকেই এই ট্রেন্ড বজায় রয়েছে। এখনও পর্যন্ত ৩০টির নীচে নামেনি তৃণমূলের এগিয়ে থাকার সংখ্যা। তাৎপর্যপূর্ণভাবে, এই ৩১টি আসনের মধ্যে হাতে গোনা কয়েকটি বাদ দিলে প্রায় ২৫টি আসনে তৃণমূল গড়ে ৫০ থেকে ৬০ হাজার ভোটে এগিয়ে রয়েছে।

জয়ের ইঙ্গিত সামনে আসতেই কালীঘাট থেকে জেলায় জেলায় উচ্ছ্বাসে মেতে উঠেছেন কর্মীরা। রাজ্যজুড়ে আবির খেলায় মেতেছেন কর্মীরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মুক্তির অপেক্ষায় ‘পরিচয় গুপ্ত’
FacebookWhatsAppEmailShare
সহিষ্ণুতার পাঠ দিতে স্কুলে অভিভাবকদের কাউন্সেলিং
FacebookWhatsAppEmailShare
রাজ্যপালের নালিশের জের, কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে অ্যাকশনে স্বরাষ্ট্রমন্ত্রক
FacebookWhatsAppEmailShare