বাংলা বিভাগে ফিরে যান

এক্সিট পোলে এগিয়ে এনডিএ

জুন 2, 2024 | < 1 min read

শনিবার একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে বিজেপিই এগিয়ে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষের এক্সিট পোল বলছে, ২০১৪ এবং ২০১৯-এর মতোই ইন্ডিয়া জোট অনেকটাই পিছনে। জন কী বাতের সমীক্ষায় এনডিএ পেতে পারে ৩৬৩-৩৯২ আসন।

ইন্ডিয়া পেতে পারে ১৪১-১৬১ আসন। অন্যান্যরা পেতে পারে ১০-২০ আসন। দৈনিক ভাস্করের সমক্ষী বলছে এনডিএ জোট পেতে পারে ২৮১-৩৫০ আসন। ইন্ডিয়া পেতে পারে ১৪৫-২০১ আসন। অন্যান্যরা পেতে পারে ৩৩-৪৯ আসন। রিপাবলিক পি মার্কের সমীক্ষায় এনডিএ পেতে পারে ৩৫৯টি আসন।

ইন্ডিয়া পেতে পারে ১৫৪ আসন। অন্যান্যরা পেতে পারে ৩০ আসন।রিপাবলিক-মাট্রিজের সমীক্ষায় এগিয়ে এনডিএ। সমীক্ষা অনুযায়ী ৩৫৩-৩৬৩ টি আসন পেতে পারে এনডিএ। ইন্ডিয়া জোট পেতে পারে ১১৮-১৩৩ আসন। অন্যান্যরা পেতে পারে ৪৩-৪৮ আসন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মহিষের রক্ত দিয়ে লেখা পুঁথি পাঠ হয় এ বাড়ির পুজোয়
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তারদের অনশনে নেই আর জি করের কেউ
FacebookWhatsAppEmailShare
প্রায় ৪২ হাজার পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare