রাজনীতি বিভাগে ফিরে যান

ষষ্ঠ দফায় বিজেপির আসন হারানোর আশঙ্কা বেশি

মে 28, 2024 | < 1 min read

উত্তর-পশ্চিম ভারতের তিন রাজ্য পঞ্জাব, দিল্লি ও হরিয়ানা মিলিয়ে মোট ৩০টি আসন রয়েছে। গত বার বিজেপি দিল্লি ও হরিয়ানায় সব ক’টি আসন জিতেছিল।

পঞ্জাবে এনডিএ জোট জেতে ৪টি আসনে। ৩০টির মধ্যে ২১টি আসন জিতে নিতে সক্ষম হয়েছিল গেরুয়া শিবির। পঞ্জাবে শেষ দফায় ভোট। ভোটকুশলীদের মতে ষষ্ঠ দফায় তিন রাজ্য মিলিয়ে খুব বেশি হলে ৯-১০টি আসন দল পেতে চলেছে।

এর কারণ অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারি ও অন্য দিকে হরিয়ানায় অন্তর্কলহ, কৃষক বিক্ষোভ, জাঠ সমাজের ক্ষোভ ফল খারাপ হওয়ার অন্যতম কারণ হিসাবে মনে করছেন ভোটকুশলীরা। আবার উত্তরপ্রদেশ ও বিহারে কম ভোট পড়ায় বিজেপি বিপাকে।

তাই ভোটকুশলীদের মতে এই দফায় বিজেপির আসন বাড়ানোর জায়গা খুবই কম, বিপরীতে হারানোর আশঙ্কা বেশি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

উৎসবে থাকবে না কিন্তু পুজোয় পাড়ায় পাড়ায় বামেদের বুক স্টল
FacebookWhatsAppEmailShare
বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই বিজেপির ভরাডুবি
FacebookWhatsAppEmailShare
হুঁশিয়ারি দিয়ে কাজে ফিরলেন জুনিয়ার ডাক্তাররা, ডেডলাইন পেরোলেই আজ থেকে আমরণ অনশন
FacebookWhatsAppEmailShare