কলকাতা বিভাগে ফিরে যান

মোদীর রোড শো’তে একাধিক রাস্তায় যানজটের আশঙ্কা

মে 28, 2024 | < 1 min read

লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের আগে আজ কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে মঙ্গলবার কলকাতায় রোড শো করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর এই কর্মসূচির জন্য শহরে যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারের সময়ে শহরে যাতে নির্বিঘ্নেযান চলাচল নিশ্চিত করা যায়, তার জন্য বিশেষ ট্রাফিক অ্যাডভাইসরি জারি করেছে কলকাতা পুলিশ। নির্দেশিকায় বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৩টে থেকে রাত ৯টা এবং বুধবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অথবা মোদীর সফর শেষ না হওয়া পর্যন্ত কলকাতার কিছু জায়গায় সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। আরও বলা হয়েছে, এই উল্লেখিত সময়গুলিতে যানবাহন পার্কিং নিয়ন্ত্রিত করা হবে শহরে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

জুনিয়র ডাক্তারদের অনশনে নেই আর জি করের কেউ
FacebookWhatsAppEmailShare
কলকাতায় এই দশ পুজো না দেখলেই নয়
FacebookWhatsAppEmailShare
আগামী বছর কলকাতা বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি
FacebookWhatsAppEmailShare