দেশ বিভাগে ফিরে যান

শালীনতার সীমা ছাড়ানো নরেন্দ্র মোদীর ‘মুজরা’ মন্তব্যের ব্যাখ্যা দিলো বিজেপি

মে 26, 2024 | < 1 min read

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বিরোধীদের তীব্র আক্রমণ করেন। বলেন যে ভারতীয় ব্লক চাইলে তাদের ভোট ব্যাংকের সামনে ‘মুজরা'(নৃত্য) করতে পারে। বিরোধীদের কার্যত বাইজির তকমা দেন। বিরোধীরা প্রশ্ন তুলেছে, একজন প্রধানমন্ত্রীর মুখে এই ভাষা কীভাবে আসে?

কংগ্রেস নেতা রাহুল গান্ধী তো এক্স হ্যান্ডলে লিখেই দিয়েছেন, ‘প্রধানমন্ত্রীর মুখের ভাষা এবং বিজেপির আসন— দুটোই লাগাতার খারাপের দিকে যাচ্ছে।’ প্রিয়াঙ্কা গান্ধীর আবার দাবি, ‘বিহারে আজ প্রধানমন্ত্রী যে ভাষা ব্যবহার করেছেন সেটা কল্পনা করা যায় না।

ভারতের ইতিহাসে এরকম ভাষা কোনও প্রধানমন্ত্রী ব্যবহার করেননি।’ তৃণমূল মুখপাত্র শশী পাঁজা বলেছেন, ‘আমাদের সংস্কৃতিতে এরকম ভাষার স্থান নেই। প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত!’এ নিয়ে সমালোচনার মুখে পড়ে আজ বিজেপির পক্ষে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, বিরোধী জোট মুসলিম ভোটব্যাঙ্কের সমর্থন পেতে তাঁদের সামনে মাথা নত করতেও পিছপা নয়, ‘মুজরো করা’ বলতে এ কথাই বোঝাতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

১২৫ কোটি টাকার কতটা ঢুকল রোহিত-বিরাটদের অ্যাকাউন্টে?
FacebookWhatsAppEmailShare
১০ বছর পরে ইপিএফের মাসিক বেতনের ঊর্ধ্বসীমা কি বাড়াচ্ছে কেন্দ্র?
FacebookWhatsAppEmailShare
আগামী সপ্তাহ থেকে রাজ্য জয়েন্টের কাউন্সেলিং শুরু
FacebookWhatsAppEmailShare