বাংলা বিভাগে ফিরে যান

পশ্চিম মেদিনীপুরে ভোটের আগে অপসারিত পুলিশ সুপার

মে 21, 2024 | < 1 min read

ষষ্ঠ দফা নির্বাচনের আগে অপসারিত পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার। তাঁকে পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সোমবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে সরানোর বিষয়ে জানিয়েছে। তবে ওই জেলার নতুন এসপি কে হবেন তা এখনও জানা যায়নি।

পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে সরানোর পরেই সরব হয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গতকাল এই জেলাতেই এক বিজেপি নেতাকে আটক করা হয়। তাঁর কাছ থেকে প্রচুর নগর অর্থ উদ্ধার করা হয়েছে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ সেই নেতা বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে।

বিজেপি নেতার কাছ থেকে টাকা উদ্ধারের পরেই ওই জেলার এসপিকে সরিয়ে দেওয়া হল কেন? বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে এই নিয়ে পোস্ট করেছেন তিনি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আরজি কর ধর্ষণ-খুন কাণ্ডে ৫৮ দিনের মাথায় সিবিআইয়ের প্রথম চার্জশিট
FacebookWhatsAppEmailShare
রাতভর ঠাকুর দেখে ক্লান্ত? রইল চাঙ্গা থাকার সহজ কিছু টিপস
FacebookWhatsAppEmailShare
সপ্তমীতে দেবী দুর্গার আরাধনা নয়, মহিষাসুর বধে চোখের জলে ভাসে এই গ্রাম!
FacebookWhatsAppEmailShare