আবহাওয়া বিভাগে ফিরে যান

আজ কালবৈশাখী দক্ষিণের ছয় জেলায়,ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও

মে 11, 2024 | < 1 min read

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের বেশ কিছু এলাকায় কালবৈশাখী হতে পারে। এই ছয় জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার হতে পারে। বিকেলের পর ঝড়-বৃষ্টির সময় রাস্তায় থাকতে নিষেধ করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গ, অসম, রাজস্থান, বিহার ও সংলগ্ন এলাকায় দুটি ঘূর্ণাবর্ত আছে। মূলত, ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবেই আবহাওয়ার এই অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরের জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নিম্নচাপের পরে ফের ভারী বৃষ্টি? সতর্কতা বাংলার জেলায়
FacebookWhatsAppEmailShare
নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে একাধিক জেলায়
FacebookWhatsAppEmailShare
সপ্তাহান্তে নিম্নচাপের ভ্রুকুটি
FacebookWhatsAppEmailShare