বাংলা বিভাগে ফিরে যান

তদন্তে সহযোগিতা করছেন না রাজ্যপাল

মে 6, 2024 | < 1 min read

বাংলার রাজনীতিতে এখন আলোচ্য বিষয় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজবভনে কর্মরত এক মহিলা হেয়ার স্ট্রিট থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। তদন্তের স্বার্থে রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়েছে পুলিশ, কিন্তু রাজভবনের তরফে কোন সহযোগিতা পাওয়া যায়নি বলেই অভিযোগ।

এই নিয়ে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব এখন চরমে। গতকাল একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস. সেখানে বলা আছে
শ্লীলতাহানি সংক্রান্ত অভিযোগের ইস্যুতে পুলিসের সঙ্গে কোনও বার্তালাপ নয়।

উল্লেখ্য, অভিযোগের অনুসন্ধানের জন্য শনিবার রাজভবনের ৩ কর্মীকে তলব করে কলকাতা পুলিসের স্পেশাল এনকোয়ারি টিম। এরপরই রাজ্যপাল এই নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে, সংবিধানের প্রসঙ্গ তুলে পুলিসের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী কর্মরত কোনও রাজ্যপাল ও দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলার তদন্ত করা যায় না। কিন্তু, রাজভবনের ফুটেজ চেয়েছেন তদন্তকারীরা এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিস।’ এই পদক্ষেপ সংবিধান লঙ্ঘনের সমান বলেই দাবি রাজভবনের।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ফ্ল্যাট বুকিংয়ের সমস্যা মেটাতে বিধির সংশোধনী আনছে রাজ্য
FacebookWhatsAppEmailShare
কেন্দ্রীয় বঞ্চনা সারের জোগানেও, বিকল্প ভাবনা রাজ্যের
FacebookWhatsAppEmailShare
আজ আরজি কর মামলার শুনানি
FacebookWhatsAppEmailShare