রাজনীতি বিভাগে ফিরে যান

নির্বাচনী ইস্তাহার নিয়ে নতুন নিষেধাজ্ঞা জারি কমিশনের

মে 3, 2024 | < 1 min read

ভোটে জেতার জন্য নির্বাচনী ইস্তাহারে বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে প্রায় সবক’টি রাজনৈতিক দল। নির্বাচনী ইস্তাহারে প্রকাশিত সেই প্রস্তাবিত প্রকল্পগুলিতে নাম নথিভুক্তিকরণের র জন্য এখন থেকেই ভোটারদের মধ্যে প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ।

সমীক্ষার নামে ভোটারদের ফোন করে বিজ্ঞাপন ও অ্যাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলি প্রচার চালাচ্ছে। তাই জন্য এবার কঠোর ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। প্রস্তাবিত প্রকল্পগুলির জন্য এই ধরনের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন।কমিশন জানিয়েছে, প্রস্তাবিত প্রকল্পে নথিভুক্তির জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন এবং ভোটারদের ফোন করা যাবে না।

প্রকল্পে নাম নথিভুক্তর জন্য ভোটারদের কোনও রকম গ্যারান্টি কার্ড বা প্রচারপত্র বিলি করা যাবে না। ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য কোনও ফর্ম দেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়াতেও এই ধরনের কোনও ফর্ম ও প্রচারপত্র বিলি করা যাবে না।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

হরিয়ানা বিজেপির মুঠোয়, জম্মু-কাশ্মীরে এনসি-কংগ্রেস জোট, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা
FacebookWhatsAppEmailShare
অসম তৃণমূলের দায়িত্বে এবার আইনমন্ত্রী মলয় ঘটক, ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
উৎসবে থাকবে না কিন্তু পুজোয় পাড়ায় পাড়ায় বামেদের বুক স্টল
FacebookWhatsAppEmailShare