বাংলা বিভাগে ফিরে যান

প্রচারে গিয়ে গো-ব্যাক স্লোগানের মুখে শান্তনু ঠাকুর

এপ্রিল 23, 2024 | < 1 min read

চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে সোমবার সকালে বাগদার পুরাতন বাজারের কাছে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন শান্তনু ঠাকুর। পাশাপাশি তাঁর প্রচারে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। শান্তনু ঠাকুরকে দেখে মহিলারা স্লোগান তোলেন, ‘শান্তনু ঠাকুর দূর হটো, গো ব্যাক’।

প্রশ্ন করেন, ‘‘আমপান, করোনার সময় আপনি কোথায় ছিলেন?’’ পুলিশের সহযোগিতায় শান্তনু ঠাকুর মন্দিরে ঢোকেন ও কিছুক্ষণ পরে বেরিয়ে আসেন। সেই সময় ফের দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও মারপিট হয়। অভিযোগ, শান্তনুর সঙ্গে থাকা কর্মীরা গ্রামবাসীদের কয়েক জনকে ধাওয়া করেন।

এই বিষয়ে বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের প্রতিক্রিয়া, শান্তনু ঠাকুর একজন উচ্ছৃঙ্খল, লম্পট চরিত্রের ব্যক্তি, যিনি মহিলাদেরও ছাড়েন না। মমতাবালা ঠাকুরের মতো একজন শ্রদ্ধেয় মহিলাকেও ছাড়েনি। বিজেপির কালচার এটাই। নির্বাচনে উপযুক্ত শিক্ষা পাবে।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে করা মামলার দ্রুত শুনানি নয়, অবকাশকালীন বেঞ্চে যেতে বলল কোর্ট
FacebookWhatsAppEmailShare