রাজনীতি বিভাগে ফিরে যান

নির্বাচনী প্রতীক কেন এবং কিভাবে?

এপ্রিল 11, 2024 | < 1 min read

দল ও প্রার্থীদের সবচেয়ে বড় পরিচয় হল নির্বাচনী প্রতীক। নির্বাচনী প্রতীক দেখেই ইভিএম মেশিনি নির্দিষ্ট বোতামে চাপ দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া যায়। প্রত্যেক দলের নির্বাচনী প্রতীক তৈরির পিছনে রয়েছে বিভিন্ন কাহিনি। স্বাধীনতার পরে যখন দেশে নির্বাচন পদ্ধতি চালু হয়, তখন দেশে সাক্ষরতার হার ছিল খুবই কম। কিন্তু কী ভাবে ভোট দেবেন সাধারণ মানুষ? যাঁরা পড়তেই পারেন না, তাঁরা কী করে চিনবেন ব্যালট পেপারে লেখা প্রার্থীর নাম বা পছন্দের দল! সেই সময়েই এর উপায় বার করেন নির্বাচন কমিশনের এক কর্তা এমএস শেঠি। প্রথম সাধারণ নির্বাচন হয় ১৯৫১ সালে। তার আগে এমএস শেঠি কয়েকটি ছবির স্কেচ তৈরি করেন। তিনি এমন ছবি এঁকেছিলেন যা সাধারণ মানুষ খুব সহজেই চিনতে পারবে। নিত্যপ্রয়োজনীয় বা সহজেই দেখা যায় এমন জিনিস বা প্রাকৃতিক দৃশ্য। এর মধ্যে ছিল কোদাল, বেলচা, ফুল, গাছের পাতা ইত্যাদি। পরে ওই তালিকা থেকেই প্রতীক বেছে নেয় প্রার্থী বা দলগুলি। এখন প্রতীকের ক্ষেত্রে একটি বিশেষ বিষয়ে নির্বাচন কমিশন খেয়াল রাখে। কমিশনের পক্ষে প্রতীক দেওয়া হয় সাদা-কালো রঙের। যাতে তা প্রার্থীরা সহজেই ছাপতে পারেন

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কংগ্রেসের ঔদ্ধত্যই হারের মূল কারণ: সাকেত গোখলে
FacebookWhatsAppEmailShare
হরিয়ানা বিজেপির মুঠোয়, জম্মু-কাশ্মীরে এনসি-কংগ্রেস জোট, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা
FacebookWhatsAppEmailShare
অসম তৃণমূলের দায়িত্বে এবার আইনমন্ত্রী মলয় ঘটক, ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare