বাংলা বিভাগে ফিরে যান

তৃণমূলের বিরোধিতায় সায় নেই লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্যের

এপ্রিল 10, 2024 | < 1 min read

পশ্চিমবঙ্গে বিজেপিকে হারানোই একমাত্র লক্ষ্য। গেরুয়া শিবিরকে হারাতে যাকে খুশি ভোট দিন। এমনটাই বললেন সিপিআই (এমএল) লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। সাংবাদিক বৈঠকে দীপঙ্কর ভট্টাচার্য বলেন “‘ইন্ডিয়া’ জোট জরুরি।

বিহারে বিরোধীরা এক হয়েছে। কিন্তু বাংলায় তা হয়নি। সিপিএমের মতো বিজেপির সঙ্গে তৃণমূলকে একগোত্রে রাখা যায় না। তাহলে সেটা দ্বিচারিতা করা হবে। বিজেপিকে হারানোটাই এখন প্রাথমিক রাজনৈতিক কাজ বলে আমরা মনে করি। কারণ, তৃতীয় বার যদি নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় চলে আসে, তা হলে গণতন্ত্রের ‘গ’, সংবিধানের ‘স’ কিছুই আর অবশিষ্ট থাকবে না।

“তিনি স্পষ্টই জানিয়েছেন, বাংলার ৪২টি কেন্দ্রে তৃণমূল, সিপিএম, কংগ্রেস—যে-ই জিতুক, তাঁরা সেই জয়কে স্বাগত জানাবেন। শুধু বিজেপির হারকে সুনিশ্চিত করতে হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare