বাংলা বিভাগে ফিরে যান

সিএএ তে ‘না’ বাঙালি সমন্বয় সমিতির

এপ্রিল 9, 2024 | < 1 min read

শর্ত সাপেক্ষে সিএএ আইন মানতে নারাজ নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে তারা বৈঠক করছেন আইনের শর্তগুলির বিশ্লেষণ করতে। ১৮টি রাজ্যে তাদের সংগঠন রয়েছে। আগামী দিনের কর্মসূচি নিয়েও আলোচনা হচ্ছে বৈঠকে।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অনলাইনে কেউ ফর্ম পূরণ করবে না কারণ, কেন্দ্রীয় সরকার যে ৯ দফা শর্ত চাপিয়েছে সেই শর্ত পূরণের সব কাগজপত্র সবার কাছে নেই।

এ প্রসঙ্গে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির জানিয়েছে, ‘বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রায় ৩ কোটি ৭০ লক্ষ মানুষ চলে এসেছেন। এদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে।’

তারা আরও জানিয়েছে, সিএএ আইন লাগু হওয়ার পর দেখা যাচ্ছে, কেন্দ্রের প্রতিনিধিদের কথার সঙ্গে কাজের কোনও মিল নেই। শর্তগুলি কোনওভাবেই সমর্থন যোগ্য না। নির্বাচন শেষ হলে তারা সিএএ আইনের শর্তগুলি পরিবর্তনের জন্য আন্দোলনে নামবে, এখন থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে বিভিন্ন রাজ্যে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare