বাংলা বিভাগে ফিরে যান

বাড়লো তৃণমূলের মহিলা সদস্য

এপ্রিল 8, 2024 | < 1 min read

লোকসভা ভোটের আগেই বাড়লো তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যের সংখ্যা। গত ডিসেম্বর এবং জানুয়ারি এই দুমাস ধরে ‘চল পালটাই’ মিছিল -মিটিং এবং ‘পাড়া বৈঠক’ কর্মসূচি। সেই কর্মসূচিতেই ব্যাপক সারা মিলেছে।

শাসকদলের মহিলা সদস্যের সংখ্যা বেড়ে হল প্রায় ৫ লক্ষ। যারা নির্বাচনের আগে ঘরে ঘরে গিয়ে তৃণমূলের জনকল্য়াণমূলক কর্মসূচি ও মোদির ‘ভাঁওতা’ বিরুদ্ধে প্রচার করবেন। কোচবিহার থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, জঙ্গলমহল এবং বীরভূম সহ বিভিন্ন জেলায় এই ‘পাড়া বৈঠক’ কর্মসূচি হয়।

তথ্য পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে ৮০ হাজার বুথ রয়েছে। প্রত্যেক বুথে গড়ে ৫ জন করে মহিলা সদস্য ছিলই। সেই হিসেব মতো প্রায় ৪ লক্ষের বেশি মহিলা তৃণমূলের সঙ্গে আগে থেকেই যুক্ত ছিল। নতুন করে আরও ১ লক্ষ মহিলা যুক্ত হলেন। সবমিলিয়ে দলের মহিলা সদস্য সংখ্যা ৫ লক্ষ অতিক্রম করলো।

নারী ক্ষমতায়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য। কন্যাশ্রী, রূপশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার নানা প্রকল্প চালু করেছেন। চলতি বছরে বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও। তাই এসবেরই সুফল এই এই মহিলা সদস্য বৃদ্ধি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare