এখনো একটি অমৃত ভারত ট্রেন চালাতে পারলোনা কেন্দ্র
মোদি সরকার দাবি করেছিল যে দেশে ৫০টি অমৃত ভারত ট্রেন চালানো হবে। ডিসেম্বরে আত্মপ্রকাশও করেছিল এই নতুন ট্রেন। কিন্তু তিন মাসের অধিক সময় কেটে গেলেও আর একটিও অমৃত ভারত ট্রেনের চাকা গড়াতে পারেনি কেন্দ্রীয় সরকারের ধীর গতিতে কাজের সুবাদে।
প্রাথমিকভাবে জানা গেছে যে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের কিছু রুট নিয়ে চিন্তাভাবনা চললেও কোনওটিতেই সিলমোহর দেওয়া সম্ভব হয়নি। বাংলার মালদহ টাউন থেকে বেঙ্গালুরু পর্যন্ত একটি অমৃত ভারত আগে চালু করা হয়েছিল।
আর্থ-সামাজিক দিক থেকে কিছুটা পিছিয়ে থাকা মানুষদের বন্দে ভারত ট্রেনের মতো সুপারফাস্ট এক্সপ্রেসে চড়ার সুযোগ দিতেই অমৃত ভারত নিয়ে আসা হয়েছে। কিন্তু সেই স্বপ্ন এখন বিশ বাঁও জলে।