বাংলা বিভাগে ফিরে যান

২০২৩-২৪শে ৩০৫ কোটি শ্রমদিবস সৃষ্টি হয়েছে ১০০ দিনের কাজে

এপ্রিল 3, 2024 | < 1 min read

রাজ্য রাজনীতির অন্যতম হাইলাইট ১০০-দিনের-কাজ প্রকল্প বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট (MGNREGA)। একদিকে তৃণমূল বলে যে বাংলার প্রতি বঞ্চনা করে কেন্দ্রীয় সরকার প্রকল্পের টাকা রাজ্য সরকারকে দেয়না, অন্যদিকে বিজেপি বলে যে তৃণমূল টাকা চুরি করেছে। এর মাঝেই চমকপ্রদ তথ্য দিলো কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের রিপোর্টে দাবি করা হচ্ছে, ২০২৩-২৪ অর্থবর্ষে যে সংখ্যক শ্রমদিবস সৃষ্টি হয়েছে, তা কোভিড লকডাউনের আগে ২০১৯-২০ অর্থবর্ষের তুলনায় অনেকটাই বেশি। ২০২৩-২৪ অর্থবর্ষে ৩০৫ কোটি শ্রমদিবস তৈরি হয়েছিল। ২০১৯-২০ অর্থবর্ষের তুলনায় তা প্রায় ৪০ কোটি বেশি। এদিকে এই ৩০৫ কোটির পরিসংখ্যান আরও বাড়তে পারে বলে দাবি করা হয়েছে রিপোর্টে।

গত ২০২২-২৩ অর্থবর্ষে ভারত জুড়ে মনরেগা প্রকল্পে মোট ২৯৩.৭ কোটি শ্রমদিবস তৈরি হয়েছিল। আর সদ্য শেষ হওয়া ২০২৩-২৪ অর্থবর্ষের যে পরিসংখ্যান সামনে এসেছে, তা দেখে জানা যাচ্ছে, গতবারের তুলনায় ২০২৩-২৪ সালে অন্তত ১২ কোটি বেশি শ্রমদিবস তৈরি হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare