রাজনীতি বিভাগে ফিরে যান

প্রার্থী নিয়ে ক্ষোভে ফেটে পড়ছেন বিজেপি কর্মীরা

এপ্রিল 1, 2024 | < 1 min read

নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বেড়ে চলেছে বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ গোঁতাগুঁতি। দিকে-দিকে প্রার্থী নিয়ে ক্ষোভ জরাজীর্ণ করে দিচ্ছে বিজেপিকে। ঝামেলা মেটাতে দলের ডাকা বৈঠকেই কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই বেশ কয়েকটি আসনে প্রার্থাীদের নিয়ে স্থানীয় ক্ষোভ, দলের নেতাদের সঙ্গে সমন্বয়ের অভাবের কথা জানিয়ে সরব হলেন বঙ্গ বিজেপির বিভাগ ও জেলা ইনচার্জরা।

ইতিমধ্যে ৪০টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছেনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ও আসানসোলের জন্য। দলের ডাকা বৈঠকে দমদম, রায়গঞ্জ, রানাঘাট, মালদহ (উত্তর) ও জয়নগর আসনে প্রার্থীদের নিয়ে দলের অন্দরে ক্ষোভ ও সমস্যার বিষয়টি উঠে আসে। দমদম লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শীলভদ্র দত্তকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ শীলভদ্রকে প্রার্থী করার পরই দমদম এলাকার বিভিন্ন জায়গায় দলের আদি কর্মীরা পোস্টার দিয়েছেন।

সেভ বেঙ্গল বিজেপির তরফে দেওয়া পোস্টারে লেখা হয়েছে, ‘দমদম লোকসভা কেন্দ্র ও বরানগর বিধানসভা কেন্দ্র হাতছাড়া করার চক্রান্তকারী শুভেন্দু অধিকারী’র চাপিয়ে দেওয়া প্রার্থীকে মানছি না, মানব না।’

এরকমই অবস্থা সর্বত্র। নির্বাচনের দ্বোরগোড়ায় ঝামেলা থামাতে কালঘাম ছুটে যাচ্ছে গেরুয়া নেতৃত্বের।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কংগ্রেসের ঔদ্ধত্যই হারের মূল কারণ: সাকেত গোখলে
FacebookWhatsAppEmailShare
হরিয়ানা বিজেপির মুঠোয়, জম্মু-কাশ্মীরে এনসি-কংগ্রেস জোট, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা
FacebookWhatsAppEmailShare
অসম তৃণমূলের দায়িত্বে এবার আইনমন্ত্রী মলয় ঘটক, ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare