রাজনীতি বিভাগে ফিরে যান

বিজেপির চতুর্থ দফার তালিকায় অমিল বাংলার প্রার্থীরা

মার্চ 22, 2024 | < 1 min read

আজ ১৫ লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সকলেই আশা করে ছিল বাংলা বাকি আসনগুলির প্রার্থী ঘোষণা হবে কিন্তু এবারও ভস্মে ঘি। এবারও বাদ রয়ে গেল বাংলার ২৩ আসন। আজ ৭২ জন প্রার্থীর মধ্যে বাংলার কারও নাম ঘোষিত হয়নি।

উল্লেখ্য, গত ২ মার্চ বিজেপির প্রথম প্রার্থিতালিকায় ঘোষিত ১৯৫ জন প্রার্থীর মধ্যে রাজ্যের ২০ জন ঠাঁই পেয়েছিলেন। কিন্তু পরের দিন একজন নিজের নাম প্রত্যাহার করে নেন (পবন সিং) প্রার্থী হিসেবে। হিসেবমতো বাংলার ১৯ টি আসনের প্র্রতি তালিকা বেরিয়েছে।

প্রার্থী তালিকা নিয়ে বিজেপির অন্তর্কলহ আগেও প্রকাশ্যে এসেছে, ভোটার দিন ঘোষণা হয়ে গেলো অথচ এখনও প্র্রার্থী তালিকায় ঘোষণা করতে পারলো না দেশের বৃহত্তম রাজনৈতিক দল। ৪০০ আসন জেতার লক্ষ্যে এগোনো বিজেপি যে এবার বাংলায় প্রার্থী দিতে হিমশিম খাচ্ছেন তা কার্যত স্পষ্ট।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

হুঁশিয়ারি দিয়ে কাজে ফিরলেন জুনিয়ার ডাক্তাররা, ডেডলাইন পেরোলেই আজ থেকে আমরণ অনশন
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
নতুন দল গড়ে এবার রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare