বাংলা বিভাগে ফিরে যান

ব্যক্তিগত নির্বাচনী বন্ড কেনায় শীর্ষে লক্ষ্মী মিত্তল

মার্চ 19, 2024 | < 1 min read

ব্যক্তিগত অনুদানকারী রূপে সবচেয়ে বেশি অর্থের নির্বাচনী বা ইলেকটোরাল বন্ড কিনেছেন উদ্যোগপতি লক্ষ্মী মিত্তল, ভারতীয় স্টেট্ ব্যাংকের তথ্যে উঠে এসেছে এমনই চিত্র। এই বন্ডের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলকে মোট ৩৫ কোটি টাকার অনুদান দিয়েছেন লক্ষ্মী।

স্টেট্ ব্যাংকের দেওয়া ও নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী ২২ হাজার ২১৭টি বন্ড কেনা হয়েছিল, যার মধ্যে সব দল মিলিয়ে বন্ড ভাঙিয়েছে ২২ হাজার ৩০টি। প্রাপক দলের তালিকায় বিজেপি, কংগ্রেস, ডিএমকে, ওয়াইএসআর কংগ্রেস, তৃণমূল, শিরোমণি আকালি দল, বিআরএস ইত্যাদি দলগুলি রয়েছে।

এর মধ্যে সবাইকে পেছনে ফেলে ফার্স্ট বয় বিজেপি। প্রায় ৭০০০ কোটি টাকার বন্ড কেনা হয়েছে তাঁদের নামে। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস, যারা পেয়েছে প্রায় ১৭০০ কোটি টাকার অনুদান। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস পার্টি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare