বাংলা বিভাগে ফিরে যান

নির্বাচনী বন্ডের নতুন তথ্যে কার আয় কত?

মার্চ 18, 2024 | < 1 min read

সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত নির্বাচনী বা ইলেকটোরাল বন্ডের নতুন তথ্যে দেখা যাচ্ছে, এখনো ফার্স্ট বয় বিজেপি। নির্বাচনী বন্ড ভাঙিয়ে নরেন্দ্র মোদির দল পেয়েছে প্রায় ৭০০০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই প্রকাশিত করা হয়েছে দলগুলির নিজেদের দেওয়া তথ্য।

২০১৮ থেকে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপির প্রাপ্ত টাকার অঙ্ক ৬৯৮৬ কোটি ৫০ লক্ষ টাকা। তার পরেই থাকা তৃণমূল কংগ্রেস উপার্জন করেছে ১৩৯৭ কোটি টাকা। তৃতীয় কংগ্রেসের খাতায় ১৩৩৪ কোটি গিয়েছে। কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএস বন্ড ক্যাশ করিয়ে পেয়েছে ১৩২২ কোটি টাকা।

বিতর্কিত লটারি ব্যবসায়ী সান্টিয়াগো মার্টিনের সংস্থা ‘ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস’-এর ১,৩৬৮ কোটি টাকার নির্বাচনী বন্ড থেকে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে একা পেয়েছে ৫০৯ কোটি টাকা। হফলনামায় নিজেরাই এই কথা জানিয়েছেন তাঁরা। ওড়িশার শাসক দল বিজু জনতা দল বন্ড ভাঙিয়ে পেয়েছে ৯৪৪ কোটি ৫০ লক্ষ টাকা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare