বাংলা বিভাগে ফিরে যান

মতুয়াদের দাবি নিঃশর্ত নাগরিকত্ব

মার্চ 17, 2024 | < 1 min read

নিঃশর্ত নাগরিকত্ব দেওয়াই বিজেপির একমাত্র লক্ষ্য—এই প্রতিশ্রুতি বিলিয়ে ২০১৯’এ লোকসভা ভোটে জিতেছিল বিজেপি। তারপর কেটে গিয়েছে পাঁচটা বছর। এবারও লোকসভা ভোটের আগে সেই এক প্রতিশ্রুতি। কিন্তু সিএএ কার্যকর হওয়ার পর হতাশা নেমেছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে। প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিজেপি, এই অভিযোগ তুলে শনিবার দিনভর রাস্তায় নামলেন প্রতিবাদী সাধারণ মানুষ। উত্তর ২৪ পরগনার ‘মতুয়া গড়’ গাইঘাটা ও বনগাঁয় পথ অবরোধ করে, টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ।

মমতাবালা ঠাকুর বলেছেন “এটা সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত। পাঁচ বছর আগে বিল পাশ করার পর এখন আইন কার্যকর করল। সদিচ্ছা থাকলে আগেই তা কার্যকর করত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে যে নথি রয়েছে, আমাদের মতুয়াদের কাছেও সেই নথি আছে। আমরা এ দেশের ভূমিপুত্র। তাহলে কেন আমাদের নথি দেখিয়ে প্রমাণ দিতে হবে?

তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেছেন, ‘‘মতুয়ারা নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে পথে নেমে আন্দোলন করছেন। তাঁরা বুঝতে পেরেছেন, বিজেপি তাঁদের নাগরিকত্ব দেওয়ার নামে ভাঁওতা দিয়ে এসেছে। সে কারণে তাঁদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে।’’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare