রাজনীতি বিভাগে ফিরে যান

লকেটের বিরোধিতায় মোদিকে চিঠি

মার্চ 13, 2024 | < 1 min read

দুই দলের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরই স্পষ্ট হয়ে গিয়েছে যে এবার হুগলি লোকসভা কেন্দ্রে হাই ভোল্টেজ লড়াই। একদিকে, পুরনো সাংসদ লকেট চট্টোপাধ্যায় অন্যদিকে তৃণমূলের প্রার্থী টলি অভিনেত্রী রচনা বন্দ্য়োপাধ্যায়। প্রচার শুরু করেছে দুই দলই। এরই মধ্যে লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে বাঁচতে মোদীকে খোলা চিঠি বিজেপি মন্ডল সভাপতিদের! চন্দননগরে বিজেপি-তৃণমূল তরজা। উত্তর চন্দননগরের তালডাঙা, সরিষাপাড়া, বোড়াইচন্ডিতলা, লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় এই খোলা চিঠি পোস্টার আকারে সাঁটানো হয়েছে।

পোস্টারে লেখা, ‘বর্তমানে আমরা মন্ডল সভাপতির দায়িত্বে কাজ করছি। এর আগেও বিভিন্ন দায়িত্বে কাজ করেছি, এমনকি নিজের বিধানসভায় ২০২১শে কাজ করেও সময় বার করে চুঁচুড়ায় গিয়ে লকেট চট্টোপাধ্যায়ের হয়ে প্রচার করেছি।৫ বছর উনি আমাদের মণ্ডলে আসেননি। তাতে আমাদের কী দোষ? এখন উনি মানুষের ক্ষোভের মুখে পড়ে আমাদের ধমকি দিচ্ছেন। ভোটের পর দেখে নেব বলছেন’।

যদিও লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ এই প্রথম নয়। এর আগেও তার বিরুদ্ধে পোস্টার পড়েছে। যতবার পোস্টার পড়েছে ততবারই লকেট দাবী করেছেন, এসব তৃণমূলের কাজ।বিজেপি কর্মীদের একাংশের ক্ষোভ নিশ্চিতভাবেই লকেট চট্টোপাধ্যায়ের দুশ্চিন্তা বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কংগ্রেসের ঔদ্ধত্যই হারের মূল কারণ: সাকেত গোখলে
FacebookWhatsAppEmailShare
হরিয়ানা বিজেপির মুঠোয়, জম্মু-কাশ্মীরে এনসি-কংগ্রেস জোট, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা
FacebookWhatsAppEmailShare
অসম তৃণমূলের দায়িত্বে এবার আইনমন্ত্রী মলয় ঘটক, ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare