বাংলা বিভাগে ফিরে যান

‘তফসিলি সংলাপ’ কর্মসূচি তৃণমূলের

মার্চ 13, 2024 | < 1 min read

লোকসভা ভোটের মুখে এবার রাজ্যের তফসিলি জাতি ও উপজাতি ভোটব্যাঙ্কের উপর নজর শাসক দলের। বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তফসিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকায় সাধারণ মানুষের মধ্যে প্রচার চালানো হবে। প্রচারের মূল অভিমুখ হল দু’টি।

একদিকে যেমন তফসিলি জাতি ও উপজাতির মানুষদের উপর বিজেপির অত্যাচারের অভিযোগ তুলে ধরা হবে। অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতির জন্য মমতার সরকার কী কী জনমুখী কর্মসূচি নিয়েছে, সেগুলি তুলে ধরা হবে। এই প্রচার অভিযানের নাম দেওয়া হয়েছে ‘তফসিলির সংলাপ’।

আগামী ১৫ মার্চ থেকে জেলায় জেলায় শুরু হবে এই কর্মসূচি।সমাজের সর্বস্তরে হিন্দুত্ব নিয়ে এই বিরাট প্রচার তফসিলি জাতি-উপজাতির মতো সম্প্রদায়ের মানুষকে আড়াল করে দিচ্ছে। অনেকের মতে, এই সম্প্রদায়ের মানুষের নিজেদের যে একটা আলাদা পরিচয় আছে, সেটাই ক্রমশ ঝাপসা হওয়ার পথে। ঠিক এই বিষয়টাকেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare