রাজনীতি বিভাগে ফিরে যান

নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দিলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

মার্চ 13, 2024 | < 1 min read

সুপ্রিম কোর্টের নির্দেশমতো মঙ্গলবার বিকেলে নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য জমা দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সোমবার সর্বোচ্চ আদালত এসবিআইকে নির্বাচনী বন্ডের তথ্য মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয়। আদালতে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ আরও কিছু সময় চাইলেও শীর্ষ আদালত তা খারিজ করে দিয়ে মঙ্গলবারের মধ্যেই সব নথি জমা দিতে বলে।

সেই মতো তড়িঘড়ি এদিনই সমস্ত তথ্য ভারতের নির্বাচন কমিশনের কাছে পাঠায় এসবিআই। এক্স-এ পোস্ট করা একটি বিবৃতিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর তরফে তাঁদের কাছে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমার কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ SBI-কে ১২ মার্চ ব্যবসায়িক সময় বন্ধ হওয়ার আগে এই বিবরণগুলি সরবরাহ করতে নির্দেশ দেয়। পৃথকভাবে, সেই তথ্য নির্বাচন কমিশনকেও ১৫ মার্চ বিকেল ৫ টার মধ্যে তাঁদের ওয়েবসাইটে প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছিল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কংগ্রেসের ঔদ্ধত্যই হারের মূল কারণ: সাকেত গোখলে
FacebookWhatsAppEmailShare
হরিয়ানা বিজেপির মুঠোয়, জম্মু-কাশ্মীরে এনসি-কংগ্রেস জোট, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা
FacebookWhatsAppEmailShare
অসম তৃণমূলের দায়িত্বে এবার আইনমন্ত্রী মলয় ঘটক, ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare