বাংলা বিভাগে ফিরে যান

জনগর্জন সভার জন্য ৫০০-র বেশি প্রস্তুতি সভা

মার্চ 1, 2024 | < 1 min read

আগামী ১০ মার্চ জনগর্জন সভা। এই সভার জন্য হবে ৫০০-র বেশি প্রস্তুতি সভা, মিছিল, সাংগঠনিক বৈঠক-সহ একাধিক কর্মসূচি। ৯ মার্চ পর্যন্ত কলকাতার প্রতিটি ওয়ার্ড-সহ রাজ্যের প্রতিটি ব্লকেই উঠবে ব্রিগেড চলার ডাক। মিছিলের পাশাপাশি হবে পথসভা ও কর্মী সম্মেলনও। রাজ্য জুড়ে এই মিছিলের নেতৃত্বে থাকবেন দলের সাংসদ-বিধায়ক-মন্ত্রীরা। পথসভা ও কর্মী সম্মেলনগুলিতে বক্তব্য রাখার জন্য মোট ৭০ জনের একটি তালিকা তৈরি হয়েছে।সেই তালিকায় রয়েছেন বিশিষ্ট তারকা থেকে শুরু করে দলের সাংসদ, বিধায়ক, পুর-প্রতিনিধি, মুখপাত্র ও অন্যান্য শীর্ষ নেতৃত্বরা। জনগর্জন সভার ৬০ লক্ষেরও বেশি পোস্টার লাগানো হবে রাজ্যের প্রতিটি কোনায়।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এখনও লোকসভা ভোটের দিন ঘোষণা করা হয়নি। তার আগে রাজনীতির জল মাপার জন্য় এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare