রাজনীতি বিভাগে ফিরে যান

রাজ্যসভা প্রার্থী সাগরিকা বললেন তিনি কেন তৃণমূলের টিকিট গ্রহণ করলেন

ফেব্রুয়ারি 13, 2024 | < 1 min read

রাজ্যসভার টিকিট পাওয়া নিয়ে ছ’বছর আগে যা লিখেছিলেন তার ব্যাখ্যা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদপ্রার্থী সাগরিকা ঘোষ। সমাজমাধমে পোস্টে তিনি লিখেছেন পোস্টে তিনি লিখেছেন, ‘‘ছ’বছর আগে আমার লেখা একটি টুইট চার দিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মনে রাখতে হবে, যখন আমি এ কথা লিখেছিলাম, তখন আমি একজন পেশাদার সাংবাদিক ছিলাম।

আমার পক্ষে সেই সময় আমার পেশাকে রাতারাতি ছেড়ে রাজনৈতিক দলে যোগ দান করা যথাযথ কাজ হত না। কিন্তু ২০২০ সালে আমি পূর্ণ সময়ে সাংবাদিকতা থেকে সরে আসি। আর গত তিন বছর ধরে আমি বিভিন্ন সংবাদপত্রে কলাম লেখক হিসাবে ফ্রিল্যান্স বা স্বাধীন ভাবে কাজ করি।

সুতরাং জনতার কাজের জন্য ঝাঁপানোর আগে পূর্ণ সময়ের পেশাদার সাংবাদিকতা থেকে গত তিন বছরের বিশ্রাম নিয়েছি। আজ যখন দেখছি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার একনায়কত্ব চালাচ্ছে এবং সমগ্র সংবাদমাধ্যমকে নিজের হস্তগত করে নিয়েছে, তখন সাংবিধানিক গণতন্ত্রের প্রতি আমার দায়বদ্ধতা থেকেই আমি তৃণমূলের সাহসী যুদ্ধে যোগ দিয়েছি।’’প্রসঙ্গত, সাগরিকা এখনও মনোনয়ন পত্র জমা দেননি। সাগরিকা মনোনয়ন পত্র জমা দেবেন বৃহস্পতিবার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কংগ্রেসের ঔদ্ধত্যই হারের মূল কারণ: সাকেত গোখলে
FacebookWhatsAppEmailShare
হরিয়ানা বিজেপির মুঠোয়, জম্মু-কাশ্মীরে এনসি-কংগ্রেস জোট, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা
FacebookWhatsAppEmailShare
অসম তৃণমূলের দায়িত্বে এবার আইনমন্ত্রী মলয় ঘটক, ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare