রাজনীতি বিভাগে ফিরে যান

তৃণমূলের সঙ্গে আসন রফায় আশাবাদী রাহুল গান্ধী

জানুয়ারি 24, 2024 | < 1 min read

লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে আশাবাদী রাহুল গান্ধী। নির্বাচনের আগে নিজেদের অবস্থান নিয়ে দু’দলের নেতাদের মধ্যে যে কথার লড়াই শুরু হয়েছে, তা কোনও প্রভাব ফেলবে না বলেই মনে করছেন এই কংগ্রেস নেতা। ‘কারও সাহায্য লাগবে না। কাউকে তোয়াক্কাও করি না! আমরা জানি কীভাবে লড়তে হয় এবং জিততে হয়’—কিছুদিন আগে নাম না করে তৃণমূলের বিরুদ্ধে এই হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

এই প্রসঙ্গে রাহুল বলেছেন, ‘মমতাজি আমার এবং আমাদের দলের খুব আপন। আসন রফা নিয়ে দু’দলের আলোচনা চলছে। সে বিষয়ে এখানে কোনও মন্তব্য করতে চাই না। কখনও কখনও আমাদের নেতারা কিছু বলছেন, কখনও আবার ওদের (তৃণমূল) দলের নেতারাও কিছু বলছেন। এসব মন্তব্যের কোনও প্রভাব পড়বে না। আর এটা এমন কোনও বিষয়ও নয়, যা রফা আলোচনায় ব্যাঘাত ঘটাতে পারে।’

গুয়াহাটিতে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় দলীয় পতাকা হাতে দেখা যায় তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের। যোগ দিয়েছিল সিপিএমও। এই বিষয়ে অসম তৃণমূলের সভাপতি রিপুণ বোরা বলেছেন, ‘বিজেপি বিরোধিতায় সবাই একত্রিত হচ্ছে। তাই দলের কর্মী-সমর্থকরা রাহুলজিকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন।’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বাজেট অধিবেশনের আগে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের এক্স হ্যান্ডেলে পরামর্শ
FacebookWhatsAppEmailShare
তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
FacebookWhatsAppEmailShare
সঙ্কটে মুকুল রায়
FacebookWhatsAppEmailShare