বাংলা বিভাগে ফিরে যান

কত ডিসকাউন্ট বইমেলায়, শুরু তরজা

জানুয়ারি 17, 2024 | < 1 min read

আগামী ১৮ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা। চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত। কিন্তু এর মধ্যে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তরজা, ১০ না ২০ – কত শতাংশ ছাড় দেওয়া হবে বইমেলায়?

১০ শতাংশ ছাড় দেওয়া বইমেলার রীতি। কিন্তু এবার দীপ প্রকাশন সহ বেশ কিছু প্রকাশনী জানিয়ে দিয়েছে যে ২০ থেকে ২৫ শতাংশ ছাড় দেবে তারা। এই থেকেই শুরু বিতর্ক।

বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ১০%-এর বেশি ছাড় দেওয়া নিয়মবিরুদ্ধ। স্ক্রিনশট দেখালে এই ছাড় পাবেন বইপ্রেমীরা, এমনটাই জানানো হয়েছে।

কিছু সংখ্যক নেটিজেনদের মতে ছাড় দেওয়া হোক, কিছুজন বলছেন যে এত ছাড় দিলে লস হবে বিক্রেতাদের।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare